Saturday 26 December 2015

How to create realistic fire Text effect in Photoshop?


কিভাবে ফটোশপে Fire Text Effect তৈরি করতে হয়? 

create-realistic-fire-Text-effect-in-Photoshop
এই Tutorial এ আমি দেখিয়েছি কিভাবে ফটোশপে Fire Text করতে হয়। এই tutorial টির জন্য আমি Photoshop CS5 ব্যবহার করেছি।
অনেকে নানা পদ্ধতি ব্যবহার করে Text Effect তৈরি করে, কিন্তু আমি এই Fire Text Effect টি বানানোর চেষ্টা করেছি খুব সহজ পদ্ধতি ব্যবহার করে। চেষ্টা করেছি step by step দেখানোর। আমি মনে করি এই Tutorial টি নতুনদের জন্য আদর্শ এবং কাজে আসবে। আমি Fire Text Effect নিয়ে experiment করার চেষ্টা করেছি যাতে এটি দেখতে খুব সুন্দর আর Realistic হয়। আমি real ইমেজ ব্যবহার করেছি যাতে এটি আরও বেশি সুন্দর হয়।
ফটোশপে যে কোনো ধরনের Text Effect নিয়ে কাজ করতে ভালো লাগে, সে Fire Text Effect হোক আর Smoky Glass Text Effect। এই Tutorial টিতে আমি Flame ব্যবহার করেছি যাতে এটি আরও সুন্দর লাগে। দেখা যাক আপনাদের কেমন লাগে।


প্রথমে  New File নিন, Size: 1280*720
Switch করুন Foreground and Background এবং  set করুন [Black & White]
তারপর Select করুন Paint Bucket Tool এবং Black Color দিয়ে Fill করে দিন।

Type Tool সিলেক্ট করুন এবং change Foreground to White

এখন Fire কথাটি লিখুন।
Select Move Tool, and adjust the Text Fire
Fire Text লেয়ার টি সিলেক্ট করুন এবং Fx থেকে Blending Option এ যান।
এইভাবে সেট করুন
Outer Glow: and change the color f72doc, Opacity: 100%, Size: 10
Color Overlay: color- cd7e2e

তারপর Satin এ যান এবং change the Blend mode to Multiply and change the color.

এইভাবে সেট করুন
Satin: blend Mode: Multiply , color: 8e2f10, distance=9, size=13

Inner Glow: Blend Mode: Color Dodge, color: f29b58,

এখন Elements size=13 change করুন, এব Blend mode Opacity=100%
OK তে ক্লিক করুন।

Fire Layer এ যান এবং Right click করে select করুন "Rasterize Type"

তারপর Filter-Distort-Zig Zag,
Value: Amount=6, Ridges=5, মনে রাখবেন style যেন "Pond Ripple" থাকে।
তারপর OK করুন।

এখন Eraser Tool টি Select করু আর soft brush টির size=298px রাখুন।
কিছুটা অংশ মুছে দিন যাতে এটি Real লাগে।
Move tool টি Select করুন।
এখন আমি computer থেকে Fire Image আপলোড করবো। এটা আগে থেকেই Download করা ছিল।
এখন ইমেজ টিকে main file drag and drop করতে হবে Move Tool দিয়ে।

"Fire Image Layer" Select করে  CHANNELS যান।
Ctrl+Left Click করুন for selection এখানে আমি Red Channel Select করেছি।
আবার Layer এ ফিরে আসুন আর Hit করুন [Ctrl+J] এটা  দিয়ে Select with New Layer, এবং Main Image Layer টিকে অফ করুন।
Image টিকে স্কেল করতে Ctrl+T প্রেস করুন।
Move and adjust little bit
Now Hit "Enter"

Eraser Tool টি সিলেক্ট করুন এবং adjust the image using Eraser Tool
Ctrl+J for duplicate the layer.
এই ভাবে তিন থেকে চার বার করুন আপনার look and feel মত।
তৈরি হয়ে গেল আপনার Fire Text Effect

create-realistic-fire-Text-effect-in-Photoshop 01

Photoshop Tutorials:




আমার YouTube Channel: How To Tips Tutorials

আরও নতুন কিছু জানতে এইখানে Click করুন
 
Read More

0 comments:

Friday 25 December 2015

YouTube কে জানে না এমন মানুষ জন বোধ হয় খুবই কম আছে। আর এখন YouTube থেকে যে ইনকাম করা যায় সেটা প্রায় অনেকেই জানেন। কিন্তু সবাই ঠিক ঠাক পথ খুঁজে পায় না। কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না? তাহলে আমার সাথে থাকুন। আমি দেখাবো কিভাবে YouTube থেকে ইনকাম করা যায়। 

Youtube-channel-create

YouTube  Online Earning এর A-Z

YouTube থেকে Earning এর A-Z নিয়ে আমি আলোচনা করব। আমার যা অভিজ্ঞতা সব শেয়ার করব আপনাদের সাথে।
অনেকেই না জেনে শুনে শুরু করে দেয় কিন্তু শেষ পর্যন্ত নিরাশ হয়ে ফেরে। আমি চেষ্টা করব YouTube এর সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে, আশা করি আপনাদের কাজে লাগবে।
YouTube এ চ্যানেল create করতে গেলে প্রথমে চাই একটা Google Account.

Google Account হয়ে যাবার পর Sign In করুন।
তারপর দেখা যাক কিভাবে YouTube channel তৈরি করা যায়?




ভিডিও গুলি দেখুনঃ
কিভাবে Smart Phone এর মেমোরি বাড়াবেন? ৫ টি ম্যাজিক্যাল টিপস 
হারানো মোবাইল কিভাবে Track বা খুঁজে বার করবেন ?
Android মোবাইল এর ২০ টি Secret Code যা আপনার জানা উচিত        
Android এর সবচেয়ে ভালো Security App 

আমার YouTube Channel: How To Tips Tutorials
আরও নতুন কিছু জানতে এইখানে Click করুন
Read More

1 comments:

Wednesday 23 December 2015

কিভাবে নতুন একটি Google Account তৈরি করতে হয়?

Internet Google Account খুব দরকারি একটি জিনিস। আমাদের দৈনন্দিন জীবনে এর প্রয়োজনীয়তা আছে। যেমন কাউকে যদি ইমেল করতে হয় বা চাকুরীর ক্ষেত্রে application করতে হয় তাহলে আমাদের ইমেল করতে হয়। আমরা অনেকেই জানি না কিভাবে নতুন একটি Google Account খুলতে হয়। তার জন্য আমাদেরকে অন্যের সাহায্য নিতে হয়। অথচ খুব সহজে Google Account তৈরি করা যায়।

how-to-create-google-account-bangla-tutorial

এখন প্রশ্ন হল, কেন আমরা Google Account খুলব?
এর উত্তর হল, Internet এর জগতে Google হল king, এদের মতো এত ভালো Service আর কারো নেই। তাছারা একটা Google Account খুললে আপনি Google এর সব সেবা ব্যবহার করতে পারবেন। শুধু একটা User ID আর একটা Password দিয়ে আপনি সবকিছুতে Log In করতে পারবেন। তার জন্য আলাদা আলাদা করে User Id বা Password এর প্রয়োজন নেই। যেমন আপনি Gmail, Google Plus, YouTube, Google Keep, Blogger, Google Map ব্যবহার করতে পারবেন।

চলুন দেখি কিভাবে Google Account তৈরি করা যায়? 


Read More

4 comments:

Saturday 19 December 2015

কিভাবে খুব সহজে Photoshop এ Smoky Glass Text Effect তৈরি করা যায়?
আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ থেকে শুরু করলাম আমার যাত্রা ফটোশপ নিয়ে। বেসিক থেকে Advance লেভেল। সবকিছু নিয়ে আমার সফর, আশা করি professional মানের Quality দিতে পারবো। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। চেষ্টা করবো খুব সহজে কিভাবে শেখানো যায়।



এবার সাবজেক্ট এ ফিরে যাওয়া যাক। আমার আজকের বিষয় Text Effect. যারা ফটোশপ নিয়ে কাজ করেন তারা জানেন যে নানা কাজে আমাদের Text Effect কাজে লাগে। যেমন ধরা যাক ব্যানার ডিজাইন, মুভি Title ইত্যাদি নানা কাজে। সেগুলি যত Creative হয়, ততই আমাদের চোখে লাগে। ফটোশপ এমন একটি সফটওয়্যার যেখানে আপনি আপনার Creativity দেখানোর সুযোগ থাকে। আমি আজকে দেখাব কিভাবে খুব সহজে Smoky Glass Text Effect তৈরি করা যায়। অবশ্যই এটি ভিডিও Tutorial. আগেই বলে নিন আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা নয় English, কিন্তু আমি চেষ্টা করেছি যতটা সহজ করে বোঝানো যায়। আশা করি বুঝতে কোন অসুবিধা হবে না।
চলুন দেখা যাক কিভাবে Smoky Glass Text Effect তৈরি করা যায়।



Photoshop Tutorials:


আমার YouTube Channel: How To Tips Tutorials
আরও নতুন কিছু জানতে এইখানে Click করুন
Read More

0 comments:

Friday 11 December 2015


how-to-type-bengali-in-photoshop

ফটোশপ নামটা জানে না এমন বোধহয় খুব কম লোকই আছেএই সফটওয়্যার টি নানা কাজে আমাদের হেল্প করেমানে কাজে লাগেফটো এডিট, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ওয়েব ডিজাইন ইত্যাদি নানা কাজে সফটওয়্যার টি যেমন কিছু টিপস খুব সোজা, আবার তেমনি কঠিনএক কথায় জটিল চরম সফটওয়্যারযে এটি ইউজ করেছে সে জানে এর প্রয়োজনিয়তাএটি শেখার কোনো শেষ নেইযেন অথই সাগরযত practice ততই দক্ষ হয়ে ওঠা যায়।
যাই হোক এবার আসল কথায় আসা যাক। Photoshop English অতি সহজে টাইপ করা যায়। কিন্তু বাংলা লিখতে গেলে, না না রকম সমস্যা আসে, যেমন ??????????????
তাহলে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়?
এই ভিডিও টিউন টা দেখা যাক। 




Read More

0 comments:

Wednesday 9 December 2015






What's App তো এখন সবাই ব্যবহার করি, কারন এটা খুব সহজ, মানে user friendly. আর এর জনপ্রিয়তা নিয়ে কোন কথা হবে না। এক কথায় ওয়ার্ল্ড ফেমাস। এর সব চেয়ে ভালো ফিচার হল ফটো শেয়ার। নানা রকম ছবি আর ভিডিও শেয়ার করা যায় খুব সহজেই। সব যখন ভালো তখন তার কিছু মন্দ ও তো থাকবে। আমরা অনেক সময় কিছু private ছবি বা ভিডিও শেয়ার করে থাকি। যা সবার জন্য নয়। তাই সেগুলো অনেক সময় আমরা লুকানোর চেষ্টা করি বা ডিলিট করে দিই, যাতে না কেউ দেখতে পায়।

YouTube Video Link:
https://youtu.be/tscRx8rlAJ8

অনেকে আবার App use করে লক করার জন্য। password তো দেওয়া থাকে কিন্তু তা বাড়ির লোক কে বলতেই হবে, বা তারা জানে, কারন আমরা বাড়ির লোককে avoid করতে পারি না। আর বাড়ির বাচ্ছারা তো আছেই, কিন্তু সব জিনিস কি ওদের সাথে সেয়ার করা যায়?
তারপর আছে বন্ধুরা, মোবাইল হাতে পেলে আগে গ্যালারি ওপেন করবে। আমার মনে হয় সবকিছু সবার জন্য নয়। সব কিছু সবার সাথে সেয়ার করা যায় না। privacy বলে তো কিছু আছে নাকি, everything open for all. তা হয় নাকি? লাইফ এ কিছু প্রাইভেসি থাকা দরকার, সে ভাল হোক আর মন্দ।
২য় কারন টা আরও জটিল, security. শুধু ঘর না আমরা এখন অনেক documentss ও শেয়ার করি, সেটাও সবাই কে দেখানো যায় না।
তা হলে এখন উপায় কি?


আমরা বিভিন্ন উপায় খুজতে থাকি, কিন্তু সব সফল হয় না।
চলুন দেখা যাক কিভাবে আমরা এই কাজ টি করতে পারি।

আমার আরও যত Tunes:
  
ভিডিও গুলি দেখুনঃ
কিভাবে Smart Phone এর মেমোরি বাড়াবেন? ৫ টি ম্যাজিক্যাল টিপস 
হারানো মোবাইল কিভাবে Track বা খুঁজে বার করবেন ?
Android মোবাইল এর ২০ টি Secret Code যা আপনার জানা উচিত        
Android এর সবচেয়ে ভালো Security App 

আরও নতুন কিছু পেতে ঘুরে আসতে পারেন-

আমার ব্লগ : How To Tips Tutorials
Read More

0 comments:

Sunday 6 December 2015


Best security app for android.

সময়টা এখন অনেক বদলে গেছে, এখন সবার হাতেই প্রায় Android Phone বা smart ফোন। পৃথিবী টা এখন সবার হাতের মুঠোয়, যা দরকার এক ক্লিক চলে আসে বাড়ির বেড রুমে।
এখন স্মার্ট ফোন খুবই একটা দরকারি জিনিস। আর এটাকে একটা কম্পিউটার এর চেয়ে বেশি গুরুত্ব দিতে পারেন। কারন এই ছোট্ট জিনিস্ টার অসীম ক্ষমতা। 
Best-security-app-for-android

যাই হোক এবার আসল কথায় আসা যাক।
Android Phone সবার কাছেই আছে, সবাই ব্যস্ত হয়ে পড়ি Game, Music, video, WhatsApp, Facebook  ইত্যাদি নিয়ে, কিন্তু আমরা কেউ অততা ব্যস্ত হইনা ফোনটার security নিয়ে, তখনই হই যখন এটা কোন কিছু দ্বারা আক্রান্ত হয়। তখন আমাদের security এর কথা মনে পড়ে। আমি আজ্জকে Best কিছু security app নিয়ে আলোচনা করবা।

কেন আমরা security app ব্যবহার করব?
এক কথায় শুধু মোবাইল কে বাঁচাতে নয়, নিজেদেরকে বাঁচানোর জন্য security app ব্যবহার করব। কারন মোবাইল এ Credit Card থেকে ডেবিট কার্ড, Net banking details সেভ করা থাকে, তাছাড়া অফিসের প্রয়োজনীয় Documents থেকে পার্সোনাল Details সবই থাকে। আর সেই ব্যাক্তি গত জিনিস যদি অন্যের কাছে চলে যায় কেমন লাগবে আপনার? তাই security app অবশ্যই ব্যবহার করা উচিত। আমরা অনেকেই খুব confused হয়ে যাই, এটা নিয়ে যে, কোন App টা ভালো,  আর কোনটা খারাপ।
আমি কিছু আমার পছন্দের security app  নিয়ে আলোচনা করছি, আপনাদের যার যেটা ভালো লাগবে use করুন। এই ভিডিও টাতে আমি যতটা পেরেছি Details এ বলেছি, আশা করি কোন বুঝতে অসুবিধা হবে না।
তাহলে দেখা যাক ভিডিও টি 



Read More

0 comments:

Copy Protected by The Bangla Tutorials.