Monday, 9 May 2016

Whatsapp Updated New 5 Features in 2016-May

Totana / / 0

জানেন  কি 2 দিন আগে WhatsApp তাদের নতুন features update করেছে? 

৫ টি খুব দরকারি features update হয়েছে যে গুলি জানা খুবই জরুরি। আর ও দ্রুত Whatsapp use করুন। Whats App তো ব্যবহার করেন, জানেন কি তার নতুন features গুলি? জেনে নিন

whatsapp-updated-new-5-features-in-2016

Whats App সম্পর্কে জানে না এমন লোক বোধ হয় খুবই কম আছে। Whats App খুবই একটি জনপ্রিয় Application Smart ফোনের জন্য। মনে হয় স্মার্ট ফোন গুলি এই App টি ছাড়া অসম্পুর্ন। এটি সারা পৃথিবী ব্যাপি ব্যবহার হয়। কেন আমরা এই App টি ব্যবহার করি? তার অনেক কারন, তবে সব থেকে বেশি যেগুলি-
যেমনঃ
খুব কম ডাটা ইউস করে। খুব দ্রুত মেসেজ পাঠাতে পারে। খুব লাইট App, mobile hang করে না।। আর picture খুব সহজে পাঠানো যায়।
আর যেটা না বললেই নয় সেটা হল User Friendly, যে কোন মানুষ সহজে এর অপশন গুলি বুঝতে পারে। এরকম আরও অনেক কারন আছে Whats App ব্যবহার করার পেছনে। এবার আসল কথায় আসা যাক। WhatsApp তাদের নতুন ভার্সন এ কিছু আপডেট এনেছে, আরও কিছু সুবিধা দেওয়ার জন্য। চলুন দেখে নেওয়া যাক কি সেই আপডেট আর কিভাবে সেগুলি ইউজ করব।

5 New Features updated in Whatsapp:
 

1. Reply Messages: Whatsapp না খুলেই Reply করতে পারবেন Notification থেকে
2. Camera Roll and Gallary Images: Quick Camera Open করে Gallery থেকে Picture মেসেজ করতে পারবেন।
3. Solid color Wallpapers: আপনি নানা ধরনের Wallpaper set করতে পারবেন solid color দিয়ে।
4. Select Multiple Chats:  Delete, save or archive Multiple Chats
5. Chat Text effect: Italic, Bolt, Strikethrough effect দিতে পারবেন chat করার সময়।

চলুন দেখে নেওয়া যাক কি সেই আপডেট আর কিভাবে সেগুলি ইউজ করব?









0 comments:

Copy Protected by The Bangla Tutorials.