Sunday, 29 November 2015

Whats App তো ব্যবহার করেন, জানেন কি তার নতুন features গুলি? জেনে নিন

Totana / / 0

Whats App তো ব্যবহার করেন, জানেন কি তার নতুন features গুলি? জেনে নিন
Whats-App-updated-New-Features

Whats App সম্পর্কে জানে না এমন লোক বোধ হয় খুবই কম আছে। Whats App খুবই একটি জনপ্রিয় Application Smart ফোনের জন্য। মনে হয় স্মার্ট ফোন গুলি এই App টি ছাড়া অসম্পুর্ন। এটি সারা পৃথিবী ব্যাপি ব্যাবহার হয়।
কেন আমরা এই App টি ব্যবহার করি? তার অনেক কারন, তবে সব থেকে বেশি যেগুলি-
১. খুব কম ডাটা ইউস করে।
২. খুব দ্রুত মেসেজ পাঠাতে পারে।
৩. খুব লাইট App, mobile hang করে না।।
৪. আর picture খুব সহজে পাঠানো যায়।
৫. আর যেটা না বললেই নয় সেটা হল User Friendly, যে কোন মানুষ সহজে এর অপশন গুলি বুঝতে পারে। এরকম আরও অনেক কারন আছে Whats App ব্যাবহার করার পেছনে। এবার আসল কথায় আসা যাক।

WhatsApp updated New Features How to use them?

WhatsApp তাদের নতুন ভার্সন এ কিছু আপডেট এনেছে, আরও কিছু সুবিধা দেওয়ার জন্য।
চলুন দেখে নেওয়া যাক কি সেই আপডেট আর কিভাবে সেগুলি ইউজ করব।


১. Custom Notification:
Old version notification গুলো সব একই রকম ছিল কিন্তু এখন সেটা পরিবর্তন এনেছে, এখন আলাদা আলাদা ভাবে Notificarion ব্যবহার করা যায়, যেমন বন্ধু, পরিবারের লোক জন, অফিসের বস সবার জন্য আলাদা আলাদা ভাবে Custom Notification add করা যাবে।

২. Next one is Pop up Notification
সবচেয়ে সুন্দর এই অপশন টি। কেউ মেসেজ পাঠালে তা screen এ ভেসে উঠবে, সব চেয়ে মজার ব্যাপার হল, Whats App না খুলেই তার Reply দিতে পারবেন। এটিও আপনি আলাদা আলাদা লোকের জন্য সেট করতে পারবেন।

৩. Next one is light Notification
এই অপশান টিতে আপনি লাইট color সেট করতে পারবেন, যেমন লাল, হলুদ, সবুজ কালার add করতে পারবেন।

৪. Next New option is Mute contact
আগে শুধু মাত্র গ্রুপ কে Mute করা যেত, কিন্তু এখন যাকে খুশি Mute করা যাবে, তাও আবার টাইম দিয়ে, ৮ ঘণ্টা, One Week, One Year

৫. Next new option is Mark as unread:
এটি একটি সুন্দর অপশান, এটির কাজ হল কোন মেসেজ কে Unread দেখানো, একটি Green কালার ডট হয়ে আসবে, এটি Reminder এর কাজ করে। তবে ভাববেন না, পড়া হয়ে গেছে যে মেসেজ তাকে unread করে দেবে, আর Sender কে Unread দেখাবে। এটি just আপনি reminder এর মত ব্যবহার করতে পারবেন।

৬. Next new option is Low Data Usage.
এই option টি আপনার মোবাইল Data use করতে সাহায্য করবে।

৭. The last new option is Emoticons.
আমরা chat করতে গিয়ে Emoticons ব্যবহার করি, এখন আপনি Emoticons এর কালার চেঞ্জ করে পাঠাতে পারবেন, একটি Emoticons এ ৬ টি কালার add হয়েছে।  যেটা চান সেটা use করুন। তবে সব Emoticons এ এই অপশান টি নেই যেমন clap ও কিছু Face Emoticons এ আছে।

এবার কিভাবে এগুলি use করবেন, যদি সমস্যা হয় তাহলে এই ভিডিও টি দেখুন।

0 comments:

Copy Protected by The Bangla Tutorials.