Sunday, 29 November 2015

সহজেই মোবাইল দিয়ে তৈরি করে ফেলুন Focus and Defocus

Totana / / 0
সহজেই মোবাইল দিয়ে তৈরি করে ফেলুন Focus and Defocus

Focus-and-Defocus-in-mobile-photo-editing

ক্যামেরা দিয়ে সহজেই আমরা এটা আনতে পারি কিন্তু মোবাইল দিয়ে সহজেই করা যায় তাও আবার One Touch দিয়ে। ভাবা যায়......!
আমি খুব ভালো effect পেয়েছি, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে।



এই app টিতে Auto এবং Manual option দুটোই আছে, ইচ্ছে মত picture edit করুন
এবার আপনিও হয়ে যান প্রফেশানাল ফটো গ্রাফার।
কিভাবে এটা ব্যবহার করবেন তা জানতে হলে আমার এই ২ মিনিটের ভিডিও টি দেখে নিন,
YOU TUBE VIDEO


এই app টির সাহায্যে focus defocus করতে পারবেন।
Option:
শুধু app টি open করুন, simple কিছু tools আছে যা দিয়ে আপনি সহজেই effect create করতে পারবেন।
যেমন - image zoom in, zoom out, tap and dragging, pinch and zoom, image rotation, undo, reset, save are there.
১. Circular Focus: এতে আছে একটি সার্কেল যা ক্লিক করলেই গোলাকার Focus তৈরি করবে, যা কিনা মুভ করাও যায়। আপনি যেখানে চান সেখানেই দিতে পারেন। Drag it and place অপশান আছে।
২. Rectangular Focus: এটির সাহায্যে আপনি Rectangular Focus তৈরি করতে পারবেন। এটিও মুভ করা যায়।
৩. Selective Focus: এর সাহায্যে আপনি Selective Focus তৈরি করতে পারবেন, যাকে বলে ম্যানুয়ালি করা, আপনার ইচ্ছে মত যেখানে খুশি ইফেক্ট দিন।
৪. Focus Flip: Focus কে ঘুরাতে পারবেন, আপনার ইচ্ছে মত।
৫. Photo Enhancement
৬. Miniature Photography

DOWNLOAD

ভিডিও গুলি দেখুনঃ

আমার YouTube Channel: How To Tips Tutorials

আরও নতুন কিছু জানতে এইখানে Click করুন


0 comments:

Copy Protected by The Bangla Tutorials.