Sunday, 29 November 2015

কিভাবে এক ক্লিকে ডাউনলোড করবেন পুরো YouTube Play List?

Totana / / 0
কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও ভাল আছি।
অনেক হল একটা একটা করে ভিডিও ডাঊনলোড, পুরো Playlist Download করুন এক ক্লিক দিয়ে।
 

How to download all videos from YouTube play list?


YouTube থেকে সব থেকে সহজ পদ্ধতিতে ভিডিও ডাঊনলোড করুন।
YouTube নিয়ে কিছু বলার নেই আমরা সবাই জানি এটা আমাদের কাছে কতটা দরকারি। আমাদেরকে প্রায়ই YouTube সাইটে যেতে হয় নানা কারনে। প্রায় সব কিছুই এখানে থাকে যেমন Music, Video, News, Tutorials, Information, Review etc.
ধরুন আপনি কিছু শিখতে চান, চলুন YouTube এ, সব পাবেন এখানে। A to Z information এখানে আছে।
YouTube নিয়ে বলার কোন শেষ নেই, তাই আগে বাড়া যাক।

How-to-Dwonload-youtube-video

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে আমরা নানা রকম পদ্ধতি ব্যবহার করি, কত সফটওয়্যার আছে, নানা রকম টিপস, Firefox Add ons, Chrome Add ons ইত্যাদি, সব পদ্ধতিতে আমরা হয়তো সফল হই একটা একটা ভিডিও ডাউনলোড করতে, কিন্তু যদি মনে করুন আপনার পুরো Play List টা দরকার হয় তখন কি করবেন, সারাদিন বসে বসে একটা একটা করে ভিডিও ডাউনলোড করবেন? অনেক সময় ব্যায় হবে, ডাউনলোড হবে কিন্তু অনেক টা সময় নষ্ট হবে। আপনি বলতে পারেন YouTube Downloader use করে ডাউনলোড করে নেবেন, টা হয় ঠিক, কিন্তু সফটওয়্যার টা ফ্রি নয় কিনতে হয়,  Serial Key ব্যবহার করতে হয়, তাও নেটে ধরা পরে যায়।
যাইহোক আমি একটা পদ্ধতি দেখাচ্ছি, মনে হয় অনেক সহজ মনে হবে জানি না আপনাদের কেমন লাগবে?
চলুন শুরু করা যাক
আমার এই পদ্ধতিতে দুটো জিনিস লাগবে
১. Internet Download Manager
২. ওয়েব সাইটঃ www.youtubemultidownloader.com
প্রথমে ওয়েব সাইট টা তে যান, তারপর যে Play list টা ডাউনলোড করবেন তার এড্রেস কপি করুন, ওয়েব সাইট টাতে Play list বলে একটা Option আছে, ওখানে এড্রেস টা Paste করুন।
একটা Text Generate হবে, পুরোটা কপি করে নিন এবং Notepad e save করুন
তারপর IDM open করে, Text file টা Import করুন,
ব্যাস আপনার কাজ শেষ। ডাউনলোড শুরু হয়ে যাবে পুরো Play List
যদি Problem হয় এই ভিডিও টা দেখে নিন।
Video Link: https://youtu.be/FjGjFzZftQw

আশা করি কাজে লাগবে, একটা কথা বলতে পারি, আমার মনে হয় সবথেকে সহজ এই পদ্ধতিটা।

ফ্রি টিপসঃ
কোন সফটওয়্যার ছাড়াই YouTube থেকে ভিডিও ডাউনলোড করে নিন।।
সহজ দুটো টিপস
যে ভিডিও টা ডাউনলোড করতে চান তার Link টা কপি করুন
যেমন ধরুন https://www.youtube.com/watch?v=eHOc-4D7MjY এই link টা
এবার youtube এর আগে ss বা 10 টাইপ করুন তারপর Enter দিন
এই রকম দেখাবেঃ
https://www.10youtube.com/watch?v=eHOc-4D7MjY
অথবাঃ
https://www.ssyoutube.com/watch?v=eHOc-4D7MjY
এবার আপনি একটা অন্য সাইটে যাবেন এবং আপনি এখান থেকে সহজে যে কোনো Format এ একটা একটা করে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

ভিডিও গুলি দেখুনঃ
কিভাবে Smart Phone এর মেমোরি বাড়াবেন? ৫ টি ম্যাজিক্যাল টিপস 
হারানো মোবাইল কিভাবে Track বা খুঁজে বার করবেন ?
Android মোবাইল এর ২০ টি Secret Code যা আপনার জানা উচিত        
Android এর সবচেয়ে ভালো Security App 

আমার YouTube Channel: How To Tips Tutorials
আরও নতুন কিছু জানতে এইখানে Click করুন


0 comments:

Copy Protected by The Bangla Tutorials.