কিভাবে নতুন একটি Google Account তৈরি করতে হয়?
Internet এ Google Account খুব দরকারি
একটি জিনিস। আমাদের দৈনন্দিন জীবনে এর প্রয়োজনীয়তা আছে। যেমন কাউকে যদি ইমেল করতে
হয় বা চাকুরীর ক্ষেত্রে application
করতে
হয় তাহলে আমাদের ইমেল করতে হয়। আমরা অনেকেই
জানি না কিভাবে
নতুন একটি Google Account খুলতে হয়। তার
জন্য আমাদেরকে অন্যের সাহায্য নিতে হয়। অথচ খুব সহজে Google Account তৈরি করা
যায়।
এর
উত্তর হল, Internet এর জগতে Google হল king, এদের মতো এত ভালো Service আর কারো নেই। তাছারা একটা Google Account খুললে আপনি Google এর সব সেবা ব্যবহার করতে পারবেন।
শুধু একটা User ID আর একটা Password দিয়ে আপনি সবকিছুতে Log In করতে পারবেন। তার জন্য আলাদা
আলাদা করে User Id বা Password এর প্রয়োজন নেই। যেমন আপনি Gmail, Google Plus, YouTube, Google Keep,
Blogger,
Google Map ব্যবহার করতে
পারবেন।
চলুন
দেখি কিভাবে Google Account তৈরি করা
যায়?
কষ্ট করে যারা Email তৈরি করতে চান না তারা সল্প মূল্যে এবং সহজ ভাবে অর্ডার দিয়ে saju4871.tk থেকে Gmail বানিয়ে নিতে পারেন।
ReplyDeletenice
ReplyDeletehttps://bengalihelp.in/how-to-create-a-new-gmail-account-bengali/
Jodi Amy Eamail Kore Patan Tho Ki Vabe Kolbo
ReplyDeleteSalahuddin
ReplyDelete