Sunday, 6 December 2015

Android এর জন্য best security app ২০১৬

Totana / / 0

Best security app for android.

সময়টা এখন অনেক বদলে গেছে, এখন সবার হাতেই প্রায় Android Phone বা smart ফোন। পৃথিবী টা এখন সবার হাতের মুঠোয়, যা দরকার এক ক্লিক চলে আসে বাড়ির বেড রুমে।
এখন স্মার্ট ফোন খুবই একটা দরকারি জিনিস। আর এটাকে একটা কম্পিউটার এর চেয়ে বেশি গুরুত্ব দিতে পারেন। কারন এই ছোট্ট জিনিস্ টার অসীম ক্ষমতা। 
Best-security-app-for-android

যাই হোক এবার আসল কথায় আসা যাক।
Android Phone সবার কাছেই আছে, সবাই ব্যস্ত হয়ে পড়ি Game, Music, video, WhatsApp, Facebook  ইত্যাদি নিয়ে, কিন্তু আমরা কেউ অততা ব্যস্ত হইনা ফোনটার security নিয়ে, তখনই হই যখন এটা কোন কিছু দ্বারা আক্রান্ত হয়। তখন আমাদের security এর কথা মনে পড়ে। আমি আজ্জকে Best কিছু security app নিয়ে আলোচনা করবা।

কেন আমরা security app ব্যবহার করব?
এক কথায় শুধু মোবাইল কে বাঁচাতে নয়, নিজেদেরকে বাঁচানোর জন্য security app ব্যবহার করব। কারন মোবাইল এ Credit Card থেকে ডেবিট কার্ড, Net banking details সেভ করা থাকে, তাছাড়া অফিসের প্রয়োজনীয় Documents থেকে পার্সোনাল Details সবই থাকে। আর সেই ব্যাক্তি গত জিনিস যদি অন্যের কাছে চলে যায় কেমন লাগবে আপনার? তাই security app অবশ্যই ব্যবহার করা উচিত। আমরা অনেকেই খুব confused হয়ে যাই, এটা নিয়ে যে, কোন App টা ভালো,  আর কোনটা খারাপ।
আমি কিছু আমার পছন্দের security app  নিয়ে আলোচনা করছি, আপনাদের যার যেটা ভালো লাগবে use করুন। এই ভিডিও টাতে আমি যতটা পেরেছি Details এ বলেছি, আশা করি কোন বুঝতে অসুবিধা হবে না।
তাহলে দেখা যাক ভিডিও টি 



0 comments:

Copy Protected by The Bangla Tutorials.