What's App তো এখন সবাই ব্যবহার করি, কারন এটা খুব সহজ, মানে user friendly. আর এর জনপ্রিয়তা নিয়ে কোন কথা হবে না। এক কথায় ওয়ার্ল্ড ফেমাস। এর সব চেয়ে ভালো ফিচার হল ফটো শেয়ার। নানা রকম ছবি আর ভিডিও শেয়ার করা যায় খুব সহজেই। সব যখন ভালো তখন তার কিছু মন্দ ও তো থাকবে। আমরা অনেক সময় কিছু private ছবি বা ভিডিও শেয়ার করে থাকি। যা সবার জন্য নয়। তাই সেগুলো অনেক সময় আমরা লুকানোর চেষ্টা করি বা ডিলিট করে দিই, যাতে না কেউ দেখতে পায়।
YouTube Video Link:
https://youtu.be/tscRx8rlAJ8
অনেকে আবার App use করে লক করার জন্য। password তো দেওয়া থাকে কিন্তু তা বাড়ির লোক কে বলতেই হবে, বা তারা জানে, কারন আমরা বাড়ির লোককে avoid করতে পারি না। আর বাড়ির বাচ্ছারা তো আছেই, কিন্তু সব জিনিস কি ওদের সাথে সেয়ার করা যায়?
তারপর আছে বন্ধুরা, মোবাইল হাতে পেলে আগে গ্যালারি ওপেন করবে। আমার মনে হয় সবকিছু সবার জন্য নয়। সব কিছু সবার সাথে সেয়ার করা যায় না। privacy বলে তো কিছু আছে নাকি, everything open for all. তা হয় নাকি? লাইফ এ কিছু প্রাইভেসি থাকা দরকার, সে ভাল হোক আর মন্দ।
২য় কারন টা আরও জটিল, security. শুধু ঘর না আমরা এখন অনেক documentss ও শেয়ার করি, সেটাও সবাই কে দেখানো যায় না।
তা হলে এখন উপায় কি?
আমরা বিভিন্ন উপায় খুজতে থাকি, কিন্তু সব সফল হয় না।
চলুন দেখা যাক কিভাবে আমরা এই কাজ টি করতে পারি।
আমার আরও যত Tunes:
ভিডিও গুলি দেখুনঃ
কিভাবে Smart Phone এর মেমোরি বাড়াবেন? ৫ টি ম্যাজিক্যাল টিপস
হারানো মোবাইল কিভাবে Track বা খুঁজে বার করবেন ?
Android মোবাইল এর ২০ টি Secret Code যা আপনার জানা উচিত।
Android এর সবচেয়ে ভালো Security App
আমার ব্লগ : How To Tips Tutorials
0 comments: