Monday 9 May 2016

আপনার কি YouTube Channel আছে? তাহলে দেখে নিন কিভাবে খুব সহজে logo বা watermark add করবেন সকল YouTube Video এর জন্য।

youtube-channel-logo-watermark-add

এটি YouTube নিয়ে একটি Tutorial. অনেকেই YouTube নিয়ে কাজ করছেন। কিন্তু সব চ্যানেল কিন্তু দেখতে প্রোফেশানাল হয় না। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে Watermark add করবেন।
কিন্তু প্রশ্ন হল কেন আমি YouTube এ watermark ব্যবহার করব? YouTube Channel এ যারা কাজ করেন তারা খুব ভালো করে জানেন যে YouTube এ কত রকম Option আছে ব্যবহার করার জন্য। যা দিয়ে আপনি একটি চ্যানেল কে প্রোফেসনাল লুক দিতে পারবেন। তারই একটা পার্ট হল Watermark option. এটি use করলে চ্যানেল কে দেখতে খুব সুন্দর দেখায়। যেটি অনেকেই জানেন না। অনেকে কি করেন Photoshop এ একটি লোগো বানিয়ে ভিডিও এডিট এর সময় এটিকে অ্যাড করে দেন। যার ফলে প্রতিবার ভিডিও বানানোর সময় লোগো টিকে অ্যাড করতে, যেটা একটা সমস্যাও বটে। কিন্তু আপনি যদি একবার YouTube এ Watermark অ্যাড করে দেন সেটি Automatic সব ভিডিওতে কাজ করবে। বারবার Upload করতে হবে না।
How to add a logo watermark for all YouTube videos?


YouTube watermark এর সুবিধা হল এই যে, যখন কেউ আপনার ভিডিও টা দেখবে, সে ওই লোগো বা Watermark দেখে বুঝতে পারবে কে এর মালিক।
আর সবচেয়ে বড় সুবিধা হল কেউ যদি ওটার উপর মাউস নিয়ে যায়, তাহলে Watermark বা Logo টি তাকে Subscribe করতে বলবে। এর লোগো লাগানোর সবচেয়ে বেশি সুবিধা।
 Most of all it is looking a professional and beautiful.
Read More

জানেন  কি 2 দিন আগে WhatsApp তাদের নতুন features update করেছে? 

৫ টি খুব দরকারি features update হয়েছে যে গুলি জানা খুবই জরুরি। আর ও দ্রুত Whatsapp use করুন। Whats App তো ব্যবহার করেন, জানেন কি তার নতুন features গুলি? জেনে নিন

whatsapp-updated-new-5-features-in-2016

Whats App সম্পর্কে জানে না এমন লোক বোধ হয় খুবই কম আছে। Whats App খুবই একটি জনপ্রিয় Application Smart ফোনের জন্য। মনে হয় স্মার্ট ফোন গুলি এই App টি ছাড়া অসম্পুর্ন। এটি সারা পৃথিবী ব্যাপি ব্যবহার হয়। কেন আমরা এই App টি ব্যবহার করি? তার অনেক কারন, তবে সব থেকে বেশি যেগুলি-
যেমনঃ
খুব কম ডাটা ইউস করে। খুব দ্রুত মেসেজ পাঠাতে পারে। খুব লাইট App, mobile hang করে না।। আর picture খুব সহজে পাঠানো যায়।
আর যেটা না বললেই নয় সেটা হল User Friendly, যে কোন মানুষ সহজে এর অপশন গুলি বুঝতে পারে। এরকম আরও অনেক কারন আছে Whats App ব্যবহার করার পেছনে। এবার আসল কথায় আসা যাক। WhatsApp তাদের নতুন ভার্সন এ কিছু আপডেট এনেছে, আরও কিছু সুবিধা দেওয়ার জন্য। চলুন দেখে নেওয়া যাক কি সেই আপডেট আর কিভাবে সেগুলি ইউজ করব।

5 New Features updated in Whatsapp:
 

1. Reply Messages: Whatsapp না খুলেই Reply করতে পারবেন Notification থেকে
2. Camera Roll and Gallary Images: Quick Camera Open করে Gallery থেকে Picture মেসেজ করতে পারবেন।
3. Solid color Wallpapers: আপনি নানা ধরনের Wallpaper set করতে পারবেন solid color দিয়ে।
4. Select Multiple Chats:  Delete, save or archive Multiple Chats
5. Chat Text effect: Italic, Bolt, Strikethrough effect দিতে পারবেন chat করার সময়।

চলুন দেখে নেওয়া যাক কি সেই আপডেট আর কিভাবে সেগুলি ইউজ করব?









Read More

Sunday 8 May 2016

Advance-hair-selection-in-photoshop-cs6

ফটোশপ CS6 Tutorial. ছবিতে Background change করার সময় সব থেকে সমস্যা হল কোন ছবিতে যদি hair থাকে আবার যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে selection করতে খুব সমস্যা হয়। তাই আমি আজ দেখাবো কিভাবে খুব সহজে Hair selection করতে হয়। আমার মনে হয় এর থেকে সহজ পদ্ধতি আর হয় না। মাত্র ৩ মিনিটে যে কোন Hair selection করতে পারবেন। আজ থেকে Hair selection করতে আর কোন সমস্যা হবে না। যারা Studio তে কাজ করেন তারা জানেন যে ফটোশপ শিখতে গেলে Hair selection টা শেখা কতটা দরকার।
আজ থেকে ইচ্ছে মত ছবি নিন আর Background change করুন। Hair selection এর ভয় তুড়ি মেরে উড়িয়ে দিন।

ভিডিও লিঙ্কঃ Click Here

Hair selection এত সহজ! সবচেয়ে সহজ পদ্ধতিতে Hair selection in Photoshop 





আমার YouTube Channel: Click Here
Read More

Sunday 3 April 2016

How to lose weight Quickly?

আশা করি সবাই ভালো আছেন, লাস্ট উইক আমি কিছু টিউন করতে পারিনি কারন আমার কম্পিউটার টা বিকড়ে ছিল, মানে খারাপ হয়ে গিয়ে ছিল। তাই কোন টিউন করা হয়নি।
How-to-lose-weight-Quickly-Photoshop-Tutorial
যাইহোক আজ আমি নিয়ে এসেছি আবার এক মজার টিউন নিয়ে। আমি সব সময় কিছু শেখাই মজা করে। যারা আমার টিউন গুলি দেখেন তারা নিশ্চই বুঝে গেছেন। মজার মজার টাইটেল গুলো আমি দেবার চেষ্টা করি, আসলে এতে subject এর উপর interest বাড়বে, আর মনে রাখতেও সুবিধা হবে।
আমার এই টিউন তাদের কাজে লাগবে যারা মোটা, যারা রোগা তারা দেখলেও কোন ক্ষতি নেই, কারন লাস্ট টিউন এ আমি কি করে Six Pack বানানো যায় দেখিয়ে ছিলাম।
আমি সত্যি বলতে Photoshop Software টা খুব ভালবাসি তাই খুব মজা করে এটা শিখেছি, আর সবাইকে এটা মজা করে শেখাব। আজ দেখাব কিভাবে রোগা হওয়া যায়। এক মোটা শরীরকে কিভাবে পাতলা করে দেওয়া যায়।
রোগা হবার সহজ উপায়!
চলুন দেখা যাক টিউটোরিয়াল: Click Here



শুধু একটি কথা যদি আমার এই Tutorial গুলো ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন, নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কারো কাজে লাগতে পারে। আর কেউ এই Tutorial থেকে যদি উপকৃত হয় আমার প্রচেষ্টা সার্থক হবে। আর ভালো না লাগলে অবশ্যই বলবেন। 
আমার YouTube Channel: Click Here
Read More

Friday 4 March 2016

কিভাবে সাদা কালো ছবিকে রঙিন করবেন? Photoshop Tutorial

আছে নাকি সেই ছোট্ট বেলার সাদা কালো স্মৃতি তাহলে আর দেরি নয় মনের রঙ মিশিয়ে সেগুলো রঙিন করে নিন।


আজ থেকে বেশ কিছুদিন আগেও যখন রঙিন বা কালার ছবি তোলা যেত না তখন সব সাদা কালো ছবি হত। আমাদের অনেকেরই আছে সেই সব স্মৃতি সাদা কালো হয়ে। ইচ্ছে করলে আমরা সেগুলোকে রঙিন করতে পারি। কিন্তু কিভাবে করব সাদা কালো ছবিকে রঙিন?
আজকে আমি দেখাবো খুব সহজে কিভাবে সাদা কালো ছবি গুলোকে রঙিন করবেন। অনেকেই জানেন না যে সাদা কালো ছবিকে রঙিন করা যায়, বা অনেক খরচ পড়ে এটি করতে। তাহলে বলি আপনার ধরনা ভুল। আপনি নিজেই পারেন খুব কম সময়ে সাদা কালো ছবি গুলোকে রঙিন করতে। এর জন্য আপনাকে কোনো সফটওয়্যার Expert হতে হবে না। অল্প একটু Photoshop জানলে আমার এই টিউটোরিয়াল দেখে বাড়িতে বসে সময় নিয়ে ধীরে ধীরে করুন। আমি মনে করি আপনি নিরাশ হবেন না। আমি চেষ্টা করেছি খুব সহজে দেখানোর।
চলুন দেখা যাক কিভাবে সাদা কালো ছবিকে রঙিন করবেন?
ভিডিও লিঙ্ক - Click Here


শুধু একটি কথা যদি আমার এই Tutorial গুলো ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন, নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ার হয়তো কারো কাজে লাগতে পারেআর কেউ এই Tutorial থেকে যদি উপকৃত হয় আমার প্রচেষ্টা সার্থক হবেআর ভালো না লাগলে অবশ্যই বলবেন 

Photoshop Tutorials:
মুখের যত কালো দাগ, ব্রন, তিল দূর করুন নিমেষে স্কিনকে করুন soft


How to create realistic fire Text effect in Photoshop?
https://youtu.be/qqhqeXCeP-0
How to create Smoky Glass Text Effect in Photoshop?
https://youtu.be/YaDRx-HWUfQ
How to type Bengali front in Photoshop?
https://youtu.be/oO_xU87buLQ

আমার YouTube Channel: How To Tips Tutorials
আরও নতুন কিছু জানতে এইখানে Click করুন
Read More
Copy Protected by The Bangla Tutorials.