Monday, 30 November 2015

Create a Snow effect in Photoshop: Bangla Tutorial



আমরা অনেকে ছবি তুলতে ভালোবাসি, এবং সেগুলিকে edit ও করতে হয় নানারকম effect দিয়ে। আমি দেখাব খুব সহজে কিভাবে একটা ছবির ওপর snow effect আনা যায়।
আপনি যে ছবি টা নিতে চান সেটি আগে ওপেন করুন


Select layer Go to solid color and select black color


Go to filter - Pixelate – Mezzotint


Select coarse dots then press OK


Select New layer go to Image Adjustment- Levels


Adjust the value


Select New layer go to Screen


Again Select layer Go to solid color and select black color
Go to filter  - Pixelate – Mezzotint
Select coarse dots then press OK
Select New layer go to Image Adjustment- Levels

Then Go to filter  - Pixelate – crytaliize


Set the value


Select New layer go to Screen






Download HD images For practice



আমার YouTube Channel: How To Tips Tutorials

আরও নতুন কিছু জানতে এইখানে Click করুন


 
Read More

0 comments:

Sunday, 29 November 2015

How to download Facebook videos to computer easily without any software?
How-to-download-Facebook-videos

আমরা অনেক সময় Facebook থেকে video download করতে চাই, কিন্তু পারি না। অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। নানারকম process apply করি, কেউ সফল হই আবার কেউ হই না।
অনেকে আবার software use করি, কিন্তু তাতেও লাভ হয় না।
কেউ কাজ করে আবার কেউ করে না।
এই পদ্ধতিতে তে যে কোন সাইট থেকে ভিডিও download করা যাবে।

DOWNLOAD VIDEOS FROM:

Download web videos from YouTube, Dailymotion, Google Videos, Facebook, Metacafe, MySpace Video, Break.com, Blip.tv, MyVideo.de, Spike, vimeo.com, YourFileHost, zippyvideos.com, yikers.com, revver.com, kontraband.com, collegehumor.com, blastro.com and all the other popular of flash videos sites. You can download videos in popular formats.

কিভাবে হবে ডাউনলোড?

মাত্র ১.৩৪ মিনিটের ভিডিও টি দেখে নিন।





আমার YouTube Channel: How To Tips Tutorials
আরও নতুন কিছু জানতে এইখানে Click করুন


Read More

0 comments:

Snapseed এমন একটি ফটো editing software যা আপনি প্রতিদিন ব্যবহার করতে চাইবেন। যা আপনি আপনার আঙ্গুলের সাহায্যে যে কোন ছবিকে অসাধারন করে তুলতে পারেন। যে কেউ এটাকে ব্যবহার করতে পারে অতি সহজে। এর উন্নত বৈশিষ্ট্য ব্যবহার করে আরামের সঙ্গে তাদের ছবি শেয়ার করতে পারেন.
Google + এটিকে আরো শক্তিশালী করেছে। আপনার বন্ধু এবং পরিবারের সাথে আপনার ছবি শেয়ার করতে পারেন।

Best-Photo-Editing-App-for-Android

উপকারিতাঃ

  • অতি সহজে আপনি ছবিকে adjust করতে পারবেন auto correct option ব্যবহার করে।
  • ইমেজ tune করতে পারবেন।
  • Experiment with fun & innovative filters like Drama, Vintage, Grunge, and Tilt-Shift
  • Add Image Borders for a finishing touch
  • Share your creations via Google+, email, and any other service you have installed.

SUPPORTS:

  • Android OS 4.0 (Ice Cream Sandwich) or later
  • Phone or Tablet
  • JPEG photos
  • Language support: English, German, French, Spanish, Italian, Brazilian Portuguese, Japanese, Chinese (Traditional and Simplified), and Arabic

ডাউনলোড: Google Play store









আমার YouTube Channel: How To Tips Tutorials
আরও নতুন কিছু জানতে এইখানে Click করুন



Read More

0 comments:

আমরা কোনো না কোনো কারনে YouTube  থেকে ভিডিও ডাউনলোড করি। কখনো tutorials, কখনো বা গান, মুভি ইত্যাদি।
কিন্তু সবথেকে ঝামেলার বস্তু হল YouTube থেকে সহজে ভিডিও Download করা যায় না। তাই আমরা নানা রকম পদ্ধতি অবলম্বন করি।

You-Tube-video-Download



তবে এই টিপস টি খুবি সহজ এবং মাত্র ২ মিনিটে set up করা যায়।
এই ২ মিনিট এর ভিডিও টি দেখে নিন।



ভিডিও গুলি দেখুনঃ
কিভাবে Smart Phone এর মেমোরি বাড়াবেন? ৫ টি ম্যাজিক্যাল টিপস 
হারানো মোবাইল কিভাবে Track বা খুঁজে বার করবেন ?
Android মোবাইল এর ২০ টি  Secret Code যা আপনার জানা উচিত        
Android এর সবচেয়ে ভালো  Security App 

আমার YouTube Channel: How To Tips Tutorials
আরও নতুন কিছু জানতে এইখানে Click করুন

Read More

0 comments:

আমরা অনেকেই ফটোশপ এ নানা রকম effect তৈরি করি। নানা কাজে এটাকে আমরা ব্যবহার করি। তার জন্য অনেকে অনেক জটিল পদ্ধতি অবলম্বন করি। কিন্তু কত কাজ কত সহজেই হয়ে যায়।
৫ মিনিটে একটা water drop effect তৈরি করতে পারি খুব সহজেই।
এই ছোট্ট video tutorial টি দেখে নিন। আসা করি কোনো অসুবিধা হবে না।
You Tube link:


Water-Drop-effect-in-Photoshop
Water-Drop-effect-in-Photoshop-01

 

 

 

 

 

 

 

 

 

ভিডিও গুলি দেখুনঃ
কিভাবে Smart Phone এর মেমোরি বাড়াবেন? ৫ টি ম্যাজিক্যাল টিপস 
হারানো মোবাইল কিভাবে Track বা খুঁজে বার করবেন ?
Android মোবাইল এর ২০ টি Secret Code যা আপনার জানা উচিত        
Android এর সবচেয়ে ভালো Security App 

আমার YouTube Channel: How To Tips Tutorials
আরও নতুন কিছু জানতে এইখানে Click করুন











Read More

0 comments:

সহজেই মোবাইল দিয়ে তৈরি করে ফেলুন Focus and Defocus

Focus-and-Defocus-in-mobile-photo-editing

ক্যামেরা দিয়ে সহজেই আমরা এটা আনতে পারি কিন্তু মোবাইল দিয়ে সহজেই করা যায় তাও আবার One Touch দিয়ে। ভাবা যায়......!
আমি খুব ভালো effect পেয়েছি, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে।



এই app টিতে Auto এবং Manual option দুটোই আছে, ইচ্ছে মত picture edit করুন
এবার আপনিও হয়ে যান প্রফেশানাল ফটো গ্রাফার।
কিভাবে এটা ব্যবহার করবেন তা জানতে হলে আমার এই ২ মিনিটের ভিডিও টি দেখে নিন,
YOU TUBE VIDEO


এই app টির সাহায্যে focus defocus করতে পারবেন।
Option:
শুধু app টি open করুন, simple কিছু tools আছে যা দিয়ে আপনি সহজেই effect create করতে পারবেন।
যেমন - image zoom in, zoom out, tap and dragging, pinch and zoom, image rotation, undo, reset, save are there.
১. Circular Focus: এতে আছে একটি সার্কেল যা ক্লিক করলেই গোলাকার Focus তৈরি করবে, যা কিনা মুভ করাও যায়। আপনি যেখানে চান সেখানেই দিতে পারেন। Drag it and place অপশান আছে।
২. Rectangular Focus: এটির সাহায্যে আপনি Rectangular Focus তৈরি করতে পারবেন। এটিও মুভ করা যায়।
৩. Selective Focus: এর সাহায্যে আপনি Selective Focus তৈরি করতে পারবেন, যাকে বলে ম্যানুয়ালি করা, আপনার ইচ্ছে মত যেখানে খুশি ইফেক্ট দিন।
৪. Focus Flip: Focus কে ঘুরাতে পারবেন, আপনার ইচ্ছে মত।
৫. Photo Enhancement
৬. Miniature Photography

DOWNLOAD

ভিডিও গুলি দেখুনঃ

আমার YouTube Channel: How To Tips Tutorials

আরও নতুন কিছু জানতে এইখানে Click করুন


Read More

0 comments:

কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও ভাল আছি।
অনেক হল একটা একটা করে ভিডিও ডাঊনলোড, পুরো Playlist Download করুন এক ক্লিক দিয়ে।
 

How to download all videos from YouTube play list?


YouTube থেকে সব থেকে সহজ পদ্ধতিতে ভিডিও ডাঊনলোড করুন।
YouTube নিয়ে কিছু বলার নেই আমরা সবাই জানি এটা আমাদের কাছে কতটা দরকারি। আমাদেরকে প্রায়ই YouTube সাইটে যেতে হয় নানা কারনে। প্রায় সব কিছুই এখানে থাকে যেমন Music, Video, News, Tutorials, Information, Review etc.
ধরুন আপনি কিছু শিখতে চান, চলুন YouTube এ, সব পাবেন এখানে। A to Z information এখানে আছে।
YouTube নিয়ে বলার কোন শেষ নেই, তাই আগে বাড়া যাক।

How-to-Dwonload-youtube-video

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে আমরা নানা রকম পদ্ধতি ব্যবহার করি, কত সফটওয়্যার আছে, নানা রকম টিপস, Firefox Add ons, Chrome Add ons ইত্যাদি, সব পদ্ধতিতে আমরা হয়তো সফল হই একটা একটা ভিডিও ডাউনলোড করতে, কিন্তু যদি মনে করুন আপনার পুরো Play List টা দরকার হয় তখন কি করবেন, সারাদিন বসে বসে একটা একটা করে ভিডিও ডাউনলোড করবেন? অনেক সময় ব্যায় হবে, ডাউনলোড হবে কিন্তু অনেক টা সময় নষ্ট হবে। আপনি বলতে পারেন YouTube Downloader use করে ডাউনলোড করে নেবেন, টা হয় ঠিক, কিন্তু সফটওয়্যার টা ফ্রি নয় কিনতে হয়,  Serial Key ব্যবহার করতে হয়, তাও নেটে ধরা পরে যায়।
যাইহোক আমি একটা পদ্ধতি দেখাচ্ছি, মনে হয় অনেক সহজ মনে হবে জানি না আপনাদের কেমন লাগবে?
চলুন শুরু করা যাক
আমার এই পদ্ধতিতে দুটো জিনিস লাগবে
১. Internet Download Manager
২. ওয়েব সাইটঃ www.youtubemultidownloader.com
প্রথমে ওয়েব সাইট টা তে যান, তারপর যে Play list টা ডাউনলোড করবেন তার এড্রেস কপি করুন, ওয়েব সাইট টাতে Play list বলে একটা Option আছে, ওখানে এড্রেস টা Paste করুন।
একটা Text Generate হবে, পুরোটা কপি করে নিন এবং Notepad e save করুন
তারপর IDM open করে, Text file টা Import করুন,
ব্যাস আপনার কাজ শেষ। ডাউনলোড শুরু হয়ে যাবে পুরো Play List
যদি Problem হয় এই ভিডিও টা দেখে নিন।
Video Link: https://youtu.be/FjGjFzZftQw

আশা করি কাজে লাগবে, একটা কথা বলতে পারি, আমার মনে হয় সবথেকে সহজ এই পদ্ধতিটা।

ফ্রি টিপসঃ
কোন সফটওয়্যার ছাড়াই YouTube থেকে ভিডিও ডাউনলোড করে নিন।।
সহজ দুটো টিপস
যে ভিডিও টা ডাউনলোড করতে চান তার Link টা কপি করুন
যেমন ধরুন https://www.youtube.com/watch?v=eHOc-4D7MjY এই link টা
এবার youtube এর আগে ss বা 10 টাইপ করুন তারপর Enter দিন
এই রকম দেখাবেঃ
https://www.10youtube.com/watch?v=eHOc-4D7MjY
অথবাঃ
https://www.ssyoutube.com/watch?v=eHOc-4D7MjY
এবার আপনি একটা অন্য সাইটে যাবেন এবং আপনি এখান থেকে সহজে যে কোনো Format এ একটা একটা করে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

ভিডিও গুলি দেখুনঃ
কিভাবে Smart Phone এর মেমোরি বাড়াবেন? ৫ টি ম্যাজিক্যাল টিপস 
হারানো মোবাইল কিভাবে Track বা খুঁজে বার করবেন ?
Android মোবাইল এর ২০ টি Secret Code যা আপনার জানা উচিত        
Android এর সবচেয়ে ভালো Security App 

আমার YouTube Channel: How To Tips Tutorials
আরও নতুন কিছু জানতে এইখানে Click করুন


Read More

0 comments:


Whats App তো ব্যবহার করেন, জানেন কি তার নতুন features গুলি? জেনে নিন
Whats-App-updated-New-Features

Whats App সম্পর্কে জানে না এমন লোক বোধ হয় খুবই কম আছে। Whats App খুবই একটি জনপ্রিয় Application Smart ফোনের জন্য। মনে হয় স্মার্ট ফোন গুলি এই App টি ছাড়া অসম্পুর্ন। এটি সারা পৃথিবী ব্যাপি ব্যাবহার হয়।
কেন আমরা এই App টি ব্যবহার করি? তার অনেক কারন, তবে সব থেকে বেশি যেগুলি-
১. খুব কম ডাটা ইউস করে।
২. খুব দ্রুত মেসেজ পাঠাতে পারে।
৩. খুব লাইট App, mobile hang করে না।।
৪. আর picture খুব সহজে পাঠানো যায়।
৫. আর যেটা না বললেই নয় সেটা হল User Friendly, যে কোন মানুষ সহজে এর অপশন গুলি বুঝতে পারে। এরকম আরও অনেক কারন আছে Whats App ব্যাবহার করার পেছনে। এবার আসল কথায় আসা যাক।

WhatsApp updated New Features How to use them?

WhatsApp তাদের নতুন ভার্সন এ কিছু আপডেট এনেছে, আরও কিছু সুবিধা দেওয়ার জন্য।
চলুন দেখে নেওয়া যাক কি সেই আপডেট আর কিভাবে সেগুলি ইউজ করব।


১. Custom Notification:
Old version notification গুলো সব একই রকম ছিল কিন্তু এখন সেটা পরিবর্তন এনেছে, এখন আলাদা আলাদা ভাবে Notificarion ব্যবহার করা যায়, যেমন বন্ধু, পরিবারের লোক জন, অফিসের বস সবার জন্য আলাদা আলাদা ভাবে Custom Notification add করা যাবে।

২. Next one is Pop up Notification
সবচেয়ে সুন্দর এই অপশন টি। কেউ মেসেজ পাঠালে তা screen এ ভেসে উঠবে, সব চেয়ে মজার ব্যাপার হল, Whats App না খুলেই তার Reply দিতে পারবেন। এটিও আপনি আলাদা আলাদা লোকের জন্য সেট করতে পারবেন।

৩. Next one is light Notification
এই অপশান টিতে আপনি লাইট color সেট করতে পারবেন, যেমন লাল, হলুদ, সবুজ কালার add করতে পারবেন।

৪. Next New option is Mute contact
আগে শুধু মাত্র গ্রুপ কে Mute করা যেত, কিন্তু এখন যাকে খুশি Mute করা যাবে, তাও আবার টাইম দিয়ে, ৮ ঘণ্টা, One Week, One Year

৫. Next new option is Mark as unread:
এটি একটি সুন্দর অপশান, এটির কাজ হল কোন মেসেজ কে Unread দেখানো, একটি Green কালার ডট হয়ে আসবে, এটি Reminder এর কাজ করে। তবে ভাববেন না, পড়া হয়ে গেছে যে মেসেজ তাকে unread করে দেবে, আর Sender কে Unread দেখাবে। এটি just আপনি reminder এর মত ব্যবহার করতে পারবেন।

৬. Next new option is Low Data Usage.
এই option টি আপনার মোবাইল Data use করতে সাহায্য করবে।

৭. The last new option is Emoticons.
আমরা chat করতে গিয়ে Emoticons ব্যবহার করি, এখন আপনি Emoticons এর কালার চেঞ্জ করে পাঠাতে পারবেন, একটি Emoticons এ ৬ টি কালার add হয়েছে।  যেটা চান সেটা use করুন। তবে সব Emoticons এ এই অপশান টি নেই যেমন clap ও কিছু Face Emoticons এ আছে।

এবার কিভাবে এগুলি use করবেন, যদি সমস্যা হয় তাহলে এই ভিডিও টি দেখুন।
Read More

0 comments:

Saturday, 7 November 2015

How-to-Find-Lost-Stolen-Android
  
কোন app বা সফটওয়্যার ছাড়াই হারানো মোবাইল খুঁজে বার করুন খুব সহজে!
Smart Mobile আমাদের কাছে খুব Important. কারন এটা ছাড়া প্রায় সব অচল। এখন মোবাইল এ আমরা সব কিছু ডেটা সেভ করে রাখি। যেমন অফিস Documents, Personal information, Images, contacts, Gmail account, Facebook account etc. এক কথায় Mobile আমাদের জীবনে খুব দরকার।
সমস্যা হল যদি Mobile টা হারিয়ে যায় তাহলে যে পাবে সে আপনার সব Details পেয়ে যাবে। তাই আগেই সাবধান হওয়া দরকার।
তাই আমার আজকের বিষয়ঃ 

যদি মোবাইল হারিয়ে যায় তাহলে কিভাবে mobile কে Track করব, তাও কোন software বা app ছাড়াই।



১. কোন সফটওয়্যার ছাড়াই আমরা মোবাইল কে কিভাবে Lock করবো?
২. কিভাবে দেখবো হারনো মোবাইল টা কোথায় আছে?
৩. কিভাবে হারানো মোবাইল এর সমস্ত Data ডিলিট করবো তাও বাড়িতে বসেই?
৪. কিভাবে হারানো মোবাইল এর Password Change করব?
৫. হারানো মোবাইল কে খুঁজতে কিভাবে অন্য মোবাইল বা কমপিউটার কে কাজে লাগাবো?
৬. ধরা যাক Mobile টা হারায় নি, কোথাও আছে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে কিভাবে মোবাইল টাকে খুঁজে বার করব?

তাই এই ভিডিও টি দেখে নিন। 

আগের পোষ্ট পড়ুনঃ কিভাবে Android ফোনের speed এবং space বাড়ানো যায়?
Read More

0 comments:

Wednesday, 4 November 2015

কিভাবে Android ফোনের speed এবং space বাড়ানো যায়? 


5-Simple-Ways-to-Free-Up-Space-On-Android

আমরা অনেকেই এখন  Android Phone ব্যবহার করি, কিন্তু কখনো কখনো খুব slow হয়ে যায়। আমি ৫ টি Magical Tips দেব, আশা করি কাজে আসবে।
এর সাহায্যে আমরা ফোনের space ও বাড়াতে পারি।

5 Simple Ways to Free Up Space On Android

এই ভিডিও Tutorial দেখুনঃ


কি কি উপায়ে এটি বাড়ানো যায়?
১. Uninstall Unused Applications
২. Upload your Photos or videos to Online Storage
৩. Delete Unnecessary Files and Folders
৪. Move Apps and Media Files to SD Card
৫. Clear App Cache

কিভাবে এই গুলি করব?
১. Uninstall Unused Applications
আমাদের ফোনে অনেক app থাকে যেগুলি আমরা প্রায় use করি না। সেগুলি Uninstall করে দিন।
প্রথমে Google Settings এ যান আপনার Android Phone থেকে।
তারপর App option এ গিয়ে open করুন।
তারপর যে App টি ব্যবহার করতে চান না সেটি Uninstall করুন। এতে আপনার ফোনের space ও বাড়বে এবং speed বাড়বে।

২. Upload your Photos or videos to Online Storage
ফোনে ফটো আর ভিডিও থাকবে না তা কি হয়? এগুলি ছাড়া তো ফোনের কোন মানেই হয় না। কিন্তু আমাদের ফোনের সবচেয়ে বেশি জায়গা খায় এগুলি। তাই এই সব যদি আমরা Online এ store করি, তাহলে তো আর সমস্যা থাকে না। তাই গুলি online এ সেভ করুন।
যেমন Mediafire, Dropbox, Google Drive, Google Photos এ Upload করতে পারেন।

৩. Delete Unnecessary Files and Folders
আমাদের ফোনে অনেক কিছু Files and Folders থাকে যেগুলি কিছু কাজেই লাগে না, যেগুলি Unnecessary , আগে সেগুলি খুঁজে বার করুন আর Delete করে দিন,
ফোনের অনেক জায়গা বেড়ে যাবে।

৪. Move Apps and Media Files to SD Card
অনেক Apps আছে যা ফোন মেমোরি তে জমা বা Install হয়, এতে জায়গা কম হয়ে যায়। তাই এগুলিকে  SD Card এ মুভ করে দিন। এতে ফোন মেমোরি তে জায়গা বেড়ে যাবে।
এর জন্য কিছু অ্যাপ use করতে পারেন।
যেমনঃ Ccleaner, 360 security, optimizer plus etc

৫. Clear App Cache
আমাদের অজান্তেই ফোনের ভেতর অনেক cache file জমা হয়। সেগুলিতে ফোন এর স্পেস খেয়ে নেয়। তাই সেগুলি Delete করে দিন।
এর জন্য কিছু অ্যাপ use করতে পারেন।
যেমনঃ Ccleaner, 360 security, optimizer plus etc

আশা করি এগুলি করলে আপনার ফোনের জায়গা বাড়বে আর ফোন Speed পাবে।



ভিডিও গুলি দেখুনঃ
কিভাবে Smart Phone এর মেমোরি বাড়াবেন? ৫ টি ম্যাজিক্যাল টিপস 
হারানো মোবাইল কিভাবে Track বা খুঁজে বার করবেন ?
Android মোবাইল এর ২০ টি Secret Code যা আপনার জানা উচিত        
Android এর সবচেয়ে ভালো Security App 

আমার YouTube Channel: How To Tips Tutorials
আরও নতুন কিছু জানতে এইখানে Click করুন

 



Read More

0 comments:

Copy Protected by The Bangla Tutorials.